নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। তার নাম হাবিব হোসেন, বয়স ১৭ বছর। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এ ব্যাপারে নওগাঁ সদর থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন জানান, হাবিব দীর্ঘদিন ধরে চকপ্রাণ এলাকার মাজেদ আলীর বাড়িতে কাজ করতেন। তিনি আজ সকালে মাজেদ আলীর পুকুরে পানি দেওয়ার সময় মটরের সুইচ দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
নিহত হাবিব নওগাঁ সদর উপজেলার চকপ্রান গ্রামের ফারুক হোসেনের ছেলে।
খবর২৪ঘণ্টা.কম/নজ