নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় বাসের ধাক্কায় কাজল কুমার (৩৫) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছে। কাজল কুমার মান্দার মৈনম উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের সহকারী শিক্ষক ছিলেন। আজ রবিবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মান্দা থানার ওসি আনিছুর রহমান বলেন, কাজল কুমার মোটরসাইকেলযোগে বাড়ি থেকে স্কুলে যাচ্ছিলেন। উপজেলার ভোলা বাজার নামক স্থানে আসলে নওগাঁ থেকে রাজশাহীগামী একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এটে ঘটনাস্থলেই প্রাণ হারান কাজল কুমার।
কাজল কুমারের বাড়ি উপজেলার ভারশো গ্রামে। তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
খবর২৪ঘণ্টা.কম/নজ