নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় বজ্রপাতে জীবন উড়াও (৪০) নামে এক আদিবাসী কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যয় উপজেলার পাটিচোরা ইউনিয়নের সাালিগ্রাম গ্রামে এ ঘটনা ঘটে। মৃত্যু জীবন উড়াও উপজেলার কিষ্টপুর ইউনিয়নের কামারপাড়া গ্রামের বুদু উড়াও এর ছেলে।
স্থানীয়রা জানান, জীবন উড়াও জামাইয়ের বাড়িতে বেড়াতে এসে সন্ধ্যার আগে বাড়ির পাশে মাঠে জামাইয়ের সাথে মাছ ধরতে যায়। এসময় বৃষ্টি শুরু হলে বজ্রপাতে ঘটনাস্থলেই জীবনের মৃত্যু হয়। এ ঘটনায় তার জামাই নয়ন উড়াও (২৬) আহত হয়।
পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) পরিমল কুমার চক্রবর্তী ঘটনার শত্যতা নিশ্চিত করে।
খবর২৪ঘন্টা/নই