নওগাঁ প্রতিনিধি :নওগাঁর পোরশায় ফকিরের মোড়ে মঙ্গলবার ভোরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে অস্ত্র ডাকাতিসহ ৬ মামলার আসামি নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও একটি হাসুয়া উদ্ধার করে পুলিশ ।
পোরশা থানার ওসি সাহিনুর রহমান জানান, ডাকাতি অস্ত্রসহ ছয় মামলার আসামি দেলোয়ার হোসেনকে আটকের পর তার তথ্য দেয়া মতে মঙ্গলবার ভোরে অস্ত্র ও মাদক উদ্ধার করতে ফকিরের মোড়ে যায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সহযোগীরা আক্রমণ চালায়। এ সময় পুলিশও আত্মরক্ষার্থে গুলি চালালে ঘটনাস্থলে গুলিবিদ্ধ হন দেলোয়ার। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর২৪ঘন্টা/এবি
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।