নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুর উপজেলার বাগডুব নামক স্থানে পিকআপ ভ্যানচাপায় মুক্তারুল ইসলাম (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে বদলগাছী-পত্নীতলা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
মুক্তারুল ইসলাম জেলার ধামইরহাট উপজেলার শ্যামপুর গ্রামের মৃত নুর মোহাম্মাদের ছেলে।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, মুক্তারুল দুপুরে মোটরসাইকেল চালিয়ে নজিপুর বাজার থেকে ধামইরহাট যাচ্ছিলেন। পথে বাগডুব নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
খবর২৪ঘণ্টা.কম/নজ