নওগাঁ প্রতিনিধি: ধামইরহাটের একটি পাট ক্ষেত থেকে দুই যুবকের অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার ইউসুফপুর ইউনিয়নের পরাণপুর গ্রামের নির্জন এলাকার পাট ক্ষেত থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নওগাঁর ধামইরহাট-বদলগাছী ও জয়পুরহাট জেলার সীমান্ত এলাকায় পরাণপুর গ্রামের ওই নির্জন পাট ক্ষেতের আশেপাশে আজ সকালে স্থানীরা মাঠে কাজ করতে যান। এ সময় পাট ক্ষেত থেকে পচা দুর্গন্ধ বের হলে ওই পাঠ ক্ষেতের মধ্যে গিয়ে দুই যুবকের অর্ধ গলিত মৃতদেহ দেখতে পেয়ে থানায় সংবাদ দেন। সংবাদ পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে।
ধামইরহাট থানার ওসি জাকিরুল ইসলাম জানান, নিহতদের এখনো পরিচয় পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, চার-পাঁচ দিন আগে তাদের মৃত্যু হয়েছে। তবে কি ভাবে হয়েছে তার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
খবর২৪ঘণ্টা, জেএন