জেলা প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলা উপজেলার দিবর ইউনিয়নের জাহাঙ্গীরাপাড়া গ্রামে মাটির ঘরের দেয়াল ধ্বসে জাহিদুল ইসলাম (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার এ দুর্ঘটনা ঘটে।
পত্নীতলা উপজেলার দিবর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ বলেন, ওই গ্রামের সিরাজুল ইসলাম নভেম্বর, ডিসেম্বর মাসের দিকে তার পুরাতন বাড়ি ভেঙে ওই গ্রামে তিন কক্ষ বিশিষ্ট দোতালা একটি মাটির ঘর নির্মাণ করেন। ইতোমধ্যে ঘরটির দেয়ালের কাজ সম্পূর্ণ হলেও শুধুমাত্র ছাউনির কাজ বাকি ছিল। এরই মধ্যে সিরাজুল ইসলামের ছেলে জাহিদুল বেশ কয়েক দিন ধরে ছাউনি ছাড়া একটি ঘরে চৌকির উপর রাত্রি যাপন করে আসছিল। তিনি আরো বলেন, ঘটনার দিন বুধবার ভোরে বিকট শব্দে উপরের দুটি তালাসহ উভয় পাশের দেয়াল ঘরের মধ্যে ভেঙে পড়লে জাহিদুল দেয়ালের মাটির নিচে চাপা পড়ে। সঙ্গে সঙ্গে গ্রামবাসী এগিয়ে এসে মাটির নিচে চাপা পড়া জাহিদুলকে উদ্ধার করার জন্য দেয়াল ভাঙা মাটি সরানোর কাজে লেগে পড়ে। এরই মধ্যে ঘর ভাঙা সংবাদ পেয়ে পত্নীতলা ফায়ার সার্ভিস কর্মীরা জানতে পেরে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মাটির নিচে চাপা পড়া যুবককে উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে আসেন।
এ সময় জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক আহত যুবককে দেখে মৃত ঘোষণা করেন।
খবর২৪ঘণ্টা.কম/নজ