নওগাঁ প্রতিনিধি: নওগাঁর বাইপাস তালতলীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শাহীন (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন।
শনিবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। শাহীন নওগাঁ সদর উপজেলার বোয়ালিয়া মাদরাসা পাড়ার মৃত তজু খন্দকারের ছেলে।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমিত কুমার কন্ডু জানান, সন্ধ্যায় নওগাঁ শহর থেকে বাড়ি ফেরার পথে শাহীনকে ছুরিকাঘাতে করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি সুমিত।
খবর২৪ঘণ্টা.কম/নজ