নওগাঁ প্রতিনিধি, নওগাঁর আত্রাইয়ে মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে ট্রেনে কাটা পড়ে মো. মুনছুর রহমান (৬২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার শাহাগোলা রেলওয়ে ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ব্যাপারে আত্রাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার সকালে উপজেলার শাহাগোলা রেলওয়ে ব্রিজ সংলগ্ন স্থানে মুনছুর রহমান ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে কীভাবে তিনি ট্রেনের নিচে পড়েন সে বিষয়ে কিছু জানা সম্ভব হয়নি।
নিহত মুনছুর রহমান উপজেলার মাধাইমুড়ি গ্রামের মৃত আহসান প্রামাণিকের ছেলে।
খবর২৪ঘণ্টা.কম/রখ