জেলা প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলা উপজেলার সরদার পাড়া মোড়ে ট্রাক্টরের ধাক্কায় ভারতী রানী (৪০) নামে এক নারী নিহত হয়েছেন।
সোমবার (১৫ জানুয়ারি) দুপুরে নজিপুর-সাপাহার সড়কে এ দুর্ঘটনা ঘটে। ভারতী রানী পত্নীতলা বাজারের সুকুমারের স্ত্রী।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, দুপুরে সরদার পাড়া মোড়ে সাপাহারগামী একটি ট্রাক্টর একটি ভ্যানকে ধাক্কা দেয়। এসময় ভ্যান থেকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান ভারতী নামে এক যাত্রী। এতে ভ্যানে থাকা আরো দু’জন আহত হন। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের নাম জানা যায়নি।
ওসি আরো জানান, ঘটনাস্থল থেকে ট্রাক্টরটি জব্দ করা হলেও দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছেন। এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
খবর২৪ঘণ্টা.কম/রখ