খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: নওগাঁর রাণীনগরে ট্রাক্টরের নিচে চাপা পড়ে হাসান আলী (২৬) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।
শনিবার (২৪ মার্চ) সকালে উপজেলার একডালা ইউনিয়নের মনিহাপুর বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। হাসান আলী নাটোর জেলার সিংড়া উপজেলার রামনগর গ্রামের হেকমত আলীর ছেলে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম সিদ্দিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার সকালে উপজেলার একডালা ইউনিয়নের মনিহাপুর বাজারে ট্রাক্টরে বালু উঠানোর কাজ করছিলেন হাসান আলী। এ অবস্থায় চালক ট্রাক্টর সামনে নিতে গেলে নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
খবর২৪ঘণ্টা.কম/নজ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।