নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দা উপজেলায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে শাকিব (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার দুপুর আড়াইটার দিকে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ওই কিশোর। শাকিব উপজেলার গনেশপুর ইউনিয়নের মিরপুর সতিহাট গ্রামে ইয়াছিন আলী শহীদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৯ মার্চ মিরপুর সতিহাট গ্রামে বাড়ির পাশে শাকিব ও সহপাঠী মাসুমসহ কয়েকজন ক্রিকেট খেলছিল। খেলার সময় তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এ সময় মাসুম উত্তেজিত হয়ে ক্রিকেটের স্ট্যাম্প দিয়ে শাকিবের মাথায় আঘাত করে।
শাকিব অসুস্থ হয়ে পড়লে পরিবার তাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কিছুটা সুস্থ হয় এবং মঙ্গলবার তাকে বাড়িতে নিয়ে আসা হয়।
বুধবার দুপুরে শাকিব আবারও অসুস্থ হয়ে পড়লে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর আড়াইটার দিকে তার মৃত্যু হয়।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে থানায় অভিযোগ হয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
খবর২৪ঘন্টা/নই
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।