নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে মঙ্গলবার দুপুরে আব্দুল খালেক নামে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত আব্দুল খালেক উপজেলার দোনাইল গ্রামের মৃত হাসমত আলীর ছেলে।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্দিন জানান, মঙ্গলবার দুপুরে এলাকাবাসী দোনাইল গ্রামের মাঠে খালেকের লাশ দেখতে পান। পরে তারা থানায় খবর দিলে পুলিশ গলাকাটা লাশ উদ্ধার। ময়নাতদন্তের জন্য লাশ নওগাঁ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এটি পারিবারিক কোনো হত্যাকাণ্ড নয় উল্লেখ করে তিনি বলেন, ঘটনাটি রহস্যজনক। খুনের সব আলামত সংগ্রহ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আসল ঘটনা বেরিয়ে আসবে।
খবর২৪ঘণ্টা.কম/রখ