নওগাঁ প্রতিনিধি: নওগাঁর আত্রাই রেলস্টেশন এলাকায় পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে পঞ্চগড়, লালমনিরহাট, রংপুর রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
বুধবার (১০ জুন) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। আত্রাই রেলস্টেশন মাস্টার সাইফুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিকেলে পঞ্চগড় থেকে ছেড়ে আসে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন। সন্ধ্যায় আত্রাই স্টেশন অতিক্রম করার সময় রেললাইনের পাশে বালু বোঝাই একটি ট্রাক্টর ট্রলির সঙ্গে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটির ধাক্কা লাগে। এতে বগির সঙ্গে যুক্ত ইঞ্জিনের পাইপ খুলে যায় এবং ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়।
এরই মধ্যে ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু হয়েছে। কিছুক্ষণের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলেও জানান তিনি।খবর২৪ঘন্টা /এবি