নওগাঁ প্রতিনিধি: শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য ইসরাফিল আলমকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।
ইসরাফিল আলম গত দুদিন ধরেই রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সেখানে তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। অবস্থার অবনতি হওয়ায় আজ শনিবার বিকেলে ইসরাফিল আলমকে লাইফ সাপোর্টে নেওয়া হয় বলে গণমাধ্যমকে জানিয়েছেন তাঁর স্ত্রী সুলতানা পারভীন বিউটি।
সংসদ সদস্যের স্ত্রী জানান, শারীরিক অবস্থা খারাপ হওয়ায় দুই সপ্তাহ আগে ইসরাফিল আলমকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসা নিয়ে তিনি সুস্থ হন। পরে তিনি নওগাঁয় ফিরে যান।
কয়েকদিন নওগাঁয় থেকে ইসরাফিল আলম আবার ঢাকায় চলে আসেন। এর মধ্যে গত বৃহস্পতিবার শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে আবার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান সুলতানা পারভীন বিউটি। সংসদ সদস্যের সুস্থতার জন্য সুলতানা পারভীন বিউটি দেশবাসীর দোয়া চেয়েছেন।
খবর২৪ঘন্টা/নই