নওগাঁর মহাদেবপুরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষ্যে মঙ্গলবার (৮ আগস্ট) বেলা ১১ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. আবু হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আহসান হাবীব ভোদন।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. সুলতান মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অনুকূল চন্দ্র সাহা বুদু, সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আব্দুল মালেক, মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোজাফ্ফর হোসেন প্রমুখ। আলোচনা সভা শেষে ২২ জন অসহায় নারীর হাতে ২২টি সেলাই মেশিন, ৩ জনকে দুই হাজার টাকা ও ৪৪ জন প্রশিক্ষণার্থীদের ভাতা বাবদ প্রতিজনকে ১২ হাজার টাকার চেক বিতরণ করেন।
আলোচনা সভার পূর্বে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন।
বিএ/