1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
ধোনিই সর্বকালের সেরা ফিনিশার, কারণটাও ব্যাখ্যা করলেন হাসি - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১০:১২ পূর্বাহ্ন

ধোনিই সর্বকালের সেরা ফিনিশার, কারণটাও ব্যাখ্যা করলেন হাসি

  • প্রকাশের সময় : বুধবার, ১৫ এপ্রিল, ২০২০

স্পোর্টস ডেস্ক: তিনি নিজেও ছিলেন একজন ফিনিশার। মাইক হাসির ঠান্ডা মাথার ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া কত ম্যাচই না জিতেছে! তবে সাবেক এই অসি ক্রিকেটার ‘সর্বকালের সেরা ফিনিশার’ বলছেন ভারতের দুইবারের বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে।

শুধু সেরা বলেই ক্ষান্তি দেননি। কারণটাও দারুণভাবে ব্যাখ্যা করেছেন মাইক হাসি। ধোনির সঙ্গে নিজের তুলনা করতেও নারাজ অস্ট্রেলিয়ার এই সাবেক ব্যাটসম্যান।

হাসি বলেন, ‘ঠান্ডা মাথায় খেলতে দক্ষ ধোনি। শারীরিক দিক থেকেও খুবই শক্তিশালী। যখনই মাঠ পার করার দরকার পড়ে, খুব সহজেই ধোনি তা করতে পারে। নিজের ক্ষমতার উপরে অগাধ আস্থা রয়েছে তার। নিজের ওপরে এমন বিশ্বাস আমারও নেই।’

ফিনিশারের কাজ কি? খেলার যতটুকু অংশই বাকি থাকুক, দেখেশুনে এগিয়ে যাওয়া। ভীষণ গুরুত্বপূর্ণ দায়িত্ব। মাথার ওপর রানের পাহাড় থাকলে মারতে হবে, আবার সামনে অনেকটা সময় থাকলে ধৈর্য ধরে এগোতে হবে। আগলে রাখতে হবে উইকেট।

এ সব কাজ খুবই দক্ষতার সঙ্গে করতে পারেন ধোনি। এজন্যই ভারতের সাবেক অধিনায়কের সঙ্গে কারও তুলনা করতে চান না মাইক হাসি।

হাসির পর্যবেক্ষণ হলো, ‘এক ওভারে ১২-১৩ রান তাড়া আমিও করতে পারতাম না। এমএস ধোনির কাছ থেকেই রান তাড়া করার এই শিল্প আমি শিখেছি। সে অবিশ্বাস্য। ধোনি উইকেটে থাকার অর্থই হল বোলারের উপরে চাপ বাড়া।’

গ্রেট খেলোয়াড়রা তো এভাবেই দলকে এগিয়ে নেন। হাসির ভাষায়, ‘তারা একটা হার নিয়ে বেশিদিন পড়ে থাকে না। যদি তারা হারেও, সেখান থেকে দ্রুত বের হয়ে আসে। তাদের চিন্তায় তারা হার-জিতকে জায়গা করতে দেয় না। তারা সবসময়ই ধারাবাহিক থাকে। মাথাটা একইরকম থাকে। সেটা এমএস ধোনিই হোন কিংবা রিকি পন্টিং।’

খবর২৪ঘন্টা/নই

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST