1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
ধৈর্য্য হারালেন বিরাট, জানতে চাইলেন তৃতীয় আম্পায়ারের নাম! - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ০ জানয়ারী ২০২৫, ১১:৩০ পূর্বাহ্ন

ধৈর্য্য হারালেন বিরাট, জানতে চাইলেন তৃতীয় আম্পায়ারের নাম!

  • প্রকাশের সময় : শনিবার, ১৯ মে, ২০১৮

খবর২৪ঘণ্টা ডেস্ক: চলতি আইপিএলে আম্পায়ারিং বিতর্ক যেন পিছু ছাড়ছে না৷ আম্পায়ারের ভুল সিদ্ধান্তে এবার মেজাজ হারালেন আরসিবি কাপ্তান বিরাট কোহলি৷

ঘটনা ঠিক দু’দিন আগের৷ ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যাচ্ছে থার্ড আম্পায়ারের সিদ্ধান্ত টিমের পক্ষে না যাওয়ায় চটেছেন বিরাট৷এরপরই অনফিল্ড আম্পায়ারকে ডেকে তৃতীয় আম্পায়ারের নাম জিজ্ঞাসা করেন কোহলি৷

সানরাইজার্সে বিরুদ্ধে ম্যাচের তৃতীয় ওভারে টিম সাউদির হাতে ক্যাচ দিয়ে বসেন অ্যালেক্স হেলস৷ ক্যামেরায় ধরা পড়ে বাউন্ডারির ধারে ক্লিন ক্যাচ নিয়েছেন সাউদি৷ কাপ্তান কোহলি থেকে শুরু করে দলের সকলেই হেলস আউট ধরে নিয়েই উৎসবে মেতে ওঠে৷ মাঠের আম্পায়াররা নির্ভুল হওয়ার জন্য থার্ড আম্পায়ারের সাহায্য চান৷ সফ্ট সিগন্যাল হিসেবে মাঠের আম্পায়ার হেলসে অবশ্য আউট ঘোষণা করেন৷

এরপরই শুরু হয় নাটক! সাউদির ড্রাইভ দেওয়ার ঐ ক্যাচটিকে নট আউট বলে জানান থার্ড আম্পায়ার৷ আজব সিদ্ধান্ত নেমে নিতে পারেননি ধারাভাষ্যকার ক্লার্ক৷ কমেন্ট্রিতে থাকা ক্লার্ক আম্পায়ারের সমালোচনা করে বলেন,‘বিশ্বাসই করতে পারছি না,এটা নটআউট’৷

নিময় বলছে, মাঠের আম্পায়ার সফ্ট সিগন্যাল হিসেবে আউট দিলে উপযুক্ত যথেষ্ট প্রমাণ না থাকলে সিদ্ধান্ত বদল করতে পারেন না থার্ড আম্পায়ার৷ এক্ষেত্রে অবশ্য ক্যাচটি নটআউট বলে বিশেষ কোনও প্রমাণ না মিললেও থার্ড আম্পায়ার সেটিকে নট আউট বলে ঘোষণা করেন৷

এরপর জায়েন্ট স্ক্রিনে নট আউট সিদ্ধান্ত দেখে মাঠের আম্পায়ারের কাছে ছুটে যান কোহলি৷ মেজাজ হারিয়ে তৃতীয় আম্পায়ারের নাম জানতে চেয়ে হতাশ মুখে মাথা নাড়তে নাড়তে নিজের ফিল্ডিং পজিশনে ফিরে যান৷ কোহলির সেই মেজাজ হারানোর দৃশ্যই এখন ভাইরাল৷

নিময় বলছে, মাঠের আম্পায়ার সফ্ট সিগন্যাল হিসেবে আউট দিলে উপযুক্ত যথেষ্ট প্রমাণ না থাকলে সিদ্ধান্ত বদল করতে পারেন না থার্ড আম্পায়ার৷ এক্ষেত্রে অবশ্য ক্যাচটি নটআউট বলে বিশেষ কোনও প্রমাণ না মিললেও থার্ড আম্পায়ার সেটিকে নট আউট বলে ঘোষণা করেন৷

এরপর জায়েন্ট স্ক্রিনে নট আউট সিদ্ধান্ত দেখে মাঠের আম্পায়ারের কাছে ছুটে যান কোহলি৷ মেজাজ হারিয়ে তৃতীয় আম্পায়ারের নাম জানতে চেয়ে হতাশ মুখে মাথা নাড়তে নাড়তে নিজের ফিল্ডিং পজিশনে ফিরে যান৷ কোহলির সেই মেজাজ হারানোর দৃশ্যই এখন ভাইরাল৷

খবর২৪ঘণ্টা.কম/নজ

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST