1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
ধারাবাহিক নিয়ে সমালোচনার মুখে একতা কাপুর - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৩:০৮ পূর্বাহ্ন

ধারাবাহিক নিয়ে সমালোচনার মুখে একতা কাপুর

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ মে, ২০১৮

খবর২৪ঘণ্টা.বিনোদন,ডেস্ক: আজন্মকাল ধরে একই গল্পকে একাধিকবার টেলিভিশনের পর্দায় তুলে ধরা ধারাবাহিকের নির্মাতারা নিত্যনৈমিত্তিক কাজ৷ তবে কিছু পরিচালক বা প্রযোজক চেষ্টা করেন ভিন্নধারার গল্পকে দর্শকদের সামনে তুলে ধরতে৷ কিন্তু সেই ব্যবসায়িক স্বার্থে বেশীরভাগ সময়ে সেই গল্পেরও মোড় ঘোরাতে বাধ্য হন নির্মাতারা৷ সেই কান্ডটাই হয়েছে জনপ্রিয় ধারাবাহিক ‘ইয়ে হ্যায় মহোব্বাতে’-র ক্ষেত্রে৷

ভিন্ন গল্পের জন্য করণ এবং দীব্যাঙ্কা অভিনীত সিরিয়ালটি বেশ কয়েক বছরের মধ্যে দর্শকদের কাছে বেশ জনপ্রিয়তা পায়৷ টিআরপি রেটিংও মন্দ ছিল না৷ কিন্তু সম্প্রতি গল্পটির মোড় ঘোরে৷ সেই চেনা ছকে ফেলেন প্রযোজক, পরিচালকরা৷ আর তাতেই ধারাবাহিকটির ফ্যানেরা ক্ষেপে ওঠেন৷ সিরিয়ালটি বন্ধ করানোর জন্য ট্যুইটারে একতা কাপুরকে ট্যাগ করে বিরূপ পোস্ট করেন৷ নেটিজেনদের কাছে ক্রমাগত হেনস্থা হতে থাকেন তিনি৷

কিন্তু এই প্রযোজক যে অত সহজে হাল ছাড়বেন না, তা তিনি জানিয়ে দিলেন সমালোচকদের৷ সোশ্যাল মিডিয়ায় একপ্রকার ক্ষোভ উগড়ালেন একতা কাপুর৷ সম্প্রতি ট্যুইটারে তিনি সাফ জানিয়ে দেন, “দয়া করে হ্যাশ ট্যাগ দিয়ে মন্তব্য করা বন্ধ করুন৷ সব গল্প দর্শকদের পছন্দ অনুযায়ী এগোয় না৷ আমি আমার টিভি অডিয়েন্সদের ভালোবাসি৷ আমি জানি তাঁরা কী পছন্দ করবেন৷ কিন্তু কিছু নিয়ম অনুযায়ী ধারাবাহিকগুলি চালাতে হয়৷ সেই হিসাবেই ‘ইয়ে হ্যায় মহোব্বাতে’ এগোচ্ছে৷ সকলের মতামতকে সম্মান জানাচ্ছি৷ কিন্তু যাদের পছন্দ হচ্ছে না তাঁরা দয়া করে দেখবেন না৷”

যদিও এই ট্যুইটেই যে সব মিটে যাবে সেই সম্ভাবনা কার্যত উড়িয়ে দিল সাইবারবাসীরা৷ অনেকেই বলতে শুরু করেন তাহলে কি সোশ্যাল মিডিয়ায় যারা পোস্ট করছেন তাঁরা কি সিরিয়ালটির ভক্ত নন৷ একতা কাপুর কি এতটাই দুরদর্শী? সিরিয়ালের পাশাপাশি একতা কাপুরের ব্যবহারের মানও দিনে দিনে পরে যাচ্ছে৷ তবে এই পাল্টা জবাবগুলি নিয়ে এখনও কোন প্রতিক্রিয়া রাখেননি তিনি৷ অন্যদিকে আবার টিআরপি রেটিংয়েও একধাক্কায় অনেকটাই নীচে নেমে আসে এই সিরিয়ালটি৷

খবর২৪ঘণ্টা.কম/জন

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST