খবর২৪ঘণ্টা ডেস্ক: ঢাকার অদূরে ধামরাইয়ে বাসচাপায় ভ্যানের দুই যাত্রীসহ এক ভ্যানচালক নিহত হয়েছেন।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সুতিপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ভ্যানচালক মো. আবদুল জব্বার (৪৭), মো. আবদুল আলী ফকির (৫৫) ও মো. আবদুস সামাদ বাবু (৪০)। তারা সবাই উপজেলার গোপাল কৃষ্ণপুর ধাইরা এলাকার বাসিন্দা ছিলেন।
ধামরাই থানা পুলিশের ওসি দীপক চন্দ্র সাহা জানান, নিহতরা ধামরাইয়ের ধাইরা গ্রাম থেকে দুধ নিয়ে বাজারে বিক্রির উদ্দেশ্যে ঢাকা-আরিচা মহাসড়ক দিয়ে ভ্যানে করে যাচ্ছিলেন। ভ্যানটি ঢাকা-আরিচা মহাসড়কের সুতিপাড়া বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি বাস তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন। ভ্যানচালককে হাসপাতালে নেয়ার পথে তারও মৃত্যু হয়।
তিনি জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। বাস ও এর চালককে আটকের চেষ্টা চলছে।
খবর২৪ঘণ্টা, জেএন