খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: ঢাকার ধামরাই উপজেলায় র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে তিনজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার উত্তর কেলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত তিনজন ডাকাত দলের সদস্য বলে র্যাব দাবি করেছে।র্যাবের ভাষ্যমতে, বন্দুকযুদ্ধের পর ডাকাত দলের সদস্যদের কাছ থেকে তিনটি বিদেশি পিস্তল, দুটি ছুরি, একটি চাপাতি ও পলিথিনে মোড়ানো কয়েকটি ককটেল উদ্ধার করেছে র্যাব।
নিহতদের মধ্যে একজনের নাম রশিদ (৪২)। তাঁর বাড়ি মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায়।
ঘটনাটি নিশ্চিত করে র্যাব-২ এর অধিনায়ক আনোয়ার উজ জামান বলেন, ধামরাইয়ের সোমভাগ ইউনিয়নের শৈলান এলাকার সজাগ নামের একটি এনজিও তাদের প্রায় ৬০ লাখ টাকা ব্যাংকে জমা রাখার জন্য মঙ্গলবার দুপুরে রওনা দেয়। এ সময় ডাকাত দলের সদস্যরা ওই টাকা লুট করতে চারটি মোটরসাইকেলে করে উত্তর কেলিয়া এলাকায় একটি সড়কের পাশে অবস্থান নেয়। এমন সংবাদের ভিত্তিতে র্যাব-২ এর একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। বিষয়টি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে ডাকাত দলের সদস্যরা। র্যাবও পাল্টা গুলি ছুঁড়লে উভয়পক্ষের মধ্যে বন্ধুকযুদ্ধ হয়। একপর্যায়ে তিন ডাকাত গুলিবিদ্ধ হয়। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তবে ঘটনাস্থলে থাকা ডাকাত দলের আরো চার সদস্য তিনটি মোটরসাইকেলে করে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে নিহতদের মরদেহ উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
এ সময় ডাকাত দলের সদস্যদের কাছ থেকে তিনটি বিদেশি পিস্তল, দুটি ছুরি, একটি চাপাতি ও পলিথিনে মোড়ানো কয়েকটি ককটেল উদ্ধার করেছে র্যাব। এ ছাড়া এ ঘটনায় র্যাবের দুই সদস্য আহত হয়েছে বলে দাবি করেছে র্যাব। আহতরা হচ্ছেন র্যাবের উপপরিদর্শক (এসআই) রাজ্জাক ও এএসআই সোহেল।
ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সাব্বির আহম্মেদ শাকিল জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তিনজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া নিহতদের সামনের দিক থেকে গুলি করা হয়েছে বলেও তিনি জানান।
বিষয়টি নিশ্চিত করে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রিজাউল হক দিপু বলেছেন, তিনজনের মৃতদেহ পড়ে থাকার সংবাদ পেয়ে প্রকৃত ঘটনা জানার জন্য সেখানে পুলিশ পাঠানো হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/নজ