খবর২৪ঘণ্টা ডেস্ক: রাজধানীর ধানমণ্ডিতে দুই নারীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার সন্ধ্যায় ১৫ নম্বর সড়কের একটি বাড়িতে ওই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বাড়ির মালিক আফরোজা বেগম (৬৫) ও গৃহপরিচারিকা দিতি (১৯)। ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ ওই তথ্য জানিয়েছেন।
আবদুল লতিফ বলেন, ‘ফোন পেয়ে ধানমণ্ডি থানা পুলিশ সন্ধ্যার সময় লাশ উদ্ধার করে। তখন তাদেরকে গলাকাটা অবস্থায় পাওয়া যায়। ওই ভবনের পঞ্চম তলায় এ হত্যাকাণ্ড ঘটে।’ওসি আবদুল লতিফ আরো বলেন, ‘যাদের লাশ গলাকাটা অবস্থায় পাওয়া গেছে, তাদের একজন মালিক ও একজন গৃহপরিচারিকা বলে জেনেছি। কী কারণে এবং কেন তাদেরকে হত্যা করা হয়েছে তা এখনি বলা সম্ভব হচ্ছে না। বিষয়টি তদন্ত করে জানানো হবে।’
খবর২৪ঘণ্টা, এমকে