খবর২৪ঘন্টা বিনোদন ডেস্কঃ
#মিটু ঝড়ে তোলপাড় বলিউড। এ সময়ই রীতিমতো বোমা ফাটালেন মুম্বাইয়ের টিভি তারকা শিল্পা শিন্ডে। তিনি মনে করেন #মিটু নিয়ে বেশি বাড়াবাড়ি হচ্ছে। ইন্ডাস্ট্রিতে কোনো ধর্ষণের ঘটনা ঘটে না। দু-পক্ষের সম্মতিতে সব কিছু হয়।
মিটু প্রসঙ্গে শিল্পা শিন্ডে বলেন, ‘এই সুযোগে অনেকেই ইন্ডাস্ট্রির বদনাম করছেন। ইন্ডাস্ট্রির পরিবেশ খুব ভালো যে তা নয়। তেমনই খুব খারাপও নয়। যার কাজ করতে আসছেন, বা যারা কাজ দিচ্ছেন সবাইকে তো আর খারাপ বলা সম্ভব নয়।’
‘ইন্ডাস্ট্রিতে কাজ করতে এলে পরিস্থিতি খারপ হবে কি হবে না সবটাই নিজের উপরে নির্ভর করে। এজন্য অন্যকে দোষ দিয়ে লাভ নেই।’
এ টিভি তারকার মতে, যখন যৌন হেনস্তার শিকার হয়েছেন তখনই যদি মুখ খুলতেন তাহলে ঠিক ছিল।
তিনি আরও বলেন, ‘এতদিন পর তা নিয়ে কথা বলা বেকার। অনেকটা কবর দেওয়ার পর মাটি খুঁড়ে মৃতদেহ তোলার মতো ঘটনা। আচমকাই যৌন হেনস্তা নিয়ে ইন্ডাস্ট্রির মেয়েরা সরব হচ্ছেন। বিষয়টি প্রকাশ্যে আসায় ইন্ডাস্ট্রিরই বদনাম হচ্ছে।’
‘নিজের জন্য কেন ইন্ডাস্ট্রির নাম খারাপ করা হবে? যখন অন্যায় হয়েছিল তখন কেন চুপ করেছিলেন? শুধু ইন্ডাস্ট্রিতেই এমন ঘটনা ঘটে না, যে কোনো কর্মক্ষেত্রেই ঘটে। পুরোটাই নির্ভর করে যার সঙ্গে ঘটছে তার উপরে।’
খবর২৪ঘন্টা / সিহাব