খবর ২৪ ঘণ্টা ডেস্ক:রাজধানীর কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহ ১১ জনের বিরুদ্ধে এক নারীকে অপহরণের পরে ধর্ষণ করার অভিযোগে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী এক নারী। মঙ্গলবার(১১ জুন) বিকেলে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৬ এর বিচারক শহিদুল ইসলামের আদালতে মামলাটি দায়ের করা হয়।
পরে বাদীর আইনজীবী মোহাম্মদ জাকির হোসেন হাওলাদ জানান, ভুক্তভোগী ওই নারীর জবানবন্দী গ্রহণ করে মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।
এ মামলায় অভিযুক্তরা হলেন- কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মোহাম্মদ জোবায়ের, ওসি অপারেশন গোলাম সরোয়ার, উপ-পরিদর্শক (এসআই) রেজাউল আমিন বাশার, মোহাম্মদ ফারুক, হায়দার, মোহাম্মদ ইকবাল, মোহাম্মদ হানিফ মেম্বার, মোহাম্মদ রফিক ও মোহাম্মদ বাবুল মধু।
খবর২৪ঘণ্টা, জেএন