নিজস্ব প্রতিবেদক :
সারা দেশের ন্যায় ধর্মীয় ভাব গাম্ভীর্য্যরে মধ্য দিয়ে রাজশাহী মহানগর ও আশেপাশের উপজেলাতেও পালিত হচ্ছে পবিত্র শবে কদর। মঙ্গলবার এশার নামাযের পর থেকে রাজশাহী মহানগর ও আশেপাশের উপজেলার মসজিদে উপস্থিত হয়ে নফল নামায পড়তে শুরু করেন। রাতভর এবাদত বন্দেগিতে মসগুল থাকবেন তারা। মুসলমানদের জন্য এ রাতটি অত্যন্ত গুরুত্ব ও তাৎপর্যপূর্ণ। এ রাতেই পবিত্র কুরআন মাজিদ নাযিল হয়েছিল। পবিত্র কুরআন মাজিদে আল কদর নামে একটি সুরা রয়েছে। এ রাতটি হাজার মাসের চেয়েও উত্তম একটি রাত।
মঙ্গলবার ২৬ রমজানের রাতকেই পবিত্র শবে কদর ধরা হলেও ২০ রমজানের পর থেকে বেজোড় রাত্রিতে শবে কদর সন্ধানের মত দিয়েছেন আলেমগণ। তবে বাংলাদেশের মুসলমানরা ২৬ রমজানের রাতকেই পবিত্র শবে কদরের রাত হিসেবে পালন করে থাকেন।
এদিকে, রাত বাড়ার সাথে সাথেই মসজিদগুলোতে মুসল্লিদের ভিড় বাড়তে থাকে। মুসল্লিরা ইবাদত বন্দেগি ও জিকির আজগার করে মহান আল্লাহ তায়ালার সান্নিধ্য পাওয়ার চেষ্টা করছেন। নিজ কৃতকর্মের জন্য আল্লাহর কাছে মাফ চেয়ে বিশেষ মোনাজাত ও নফল নামায আদায় করছেন।
খবর২৪ঘণ্টা/এমকে