1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
ধক ধক গার্লের এক দো তিন এবার জ্যাকির ভঙ্গিতে - খবর ২৪ ঘণ্টা
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২:২৫ পূর্বাহ্ন

ধক ধক গার্লের এক দো তিন এবার জ্যাকির ভঙ্গিতে

  • প্রকাশের সময় : শনিবার, ১৭ মারচ, ২০১৮
khobor24ghonta.com

খবর২৪ঘণ্টা.বিনোদন,ডেস্ক: হল ভর্তি করে শুধু একটাই নাম জপ করে যাচ্ছে অসংখ্য যুবক৷ দরজা দিয়ে আগমন হল মোহিনীর৷ ধীরে ধীরে পিঙ্ক কস্টিউমে এগিয়ে এলো সে৷ স্পটলাইট যেন হিপ্নোটাইজড হয়ে চলেছে মোহিনীর চালের সঙ্গে তাল মিলিয়ে৷ তারপরই শুরু হয় ধক ধক গার্লের ম্যাজিক৷

সেই আইকনিক আইটেম নাম্বার এক দো তিনের ম্যাজিকের ছোঁয়া আবারও আনতে চলেছেন জ্যাকলিন ফারন্যানডিস৷ বাঘি টু সিনেমায় তাঁর একটা আইটেম সং থাকবে সেই খবর শোনা গিয়েছিল৷ সেই খবরে এবার শিলমোহর পড়ল৷ রিলিজ হল গানের জ্যাকলিনের লুক৷

মাধুরী দিক্ষিত লুক ছিল একবারে ডিভার মতো৷ সঙ্গে তাঁর চার্ম৷ একদম ‘চেরি অন দ্য কেক’৷ জ্যাকলিনের লুকও কিন্তু দারুণ গ্ল্যামারাস৷ কস্টিউমের রঙ, ডিজাইন অনেকটাই একরকম কিন্তু রেট্রোর মধ্যে রয়েছে আধুনিকতার টাচ৷

জ্যাকলিন যে অসাধারণ ফ্লেক্সিবেল ডান্সার তা কারোর অজানা নয়৷ মাধুরীর নাচ তো অতুলনীয়৷ তাই জন্যই কি জ্যাকলিনকে বেছে নেওয়া হল এই গানের রিমেকের জন্য! কেমন হবে এই রিমেক? এবার কেবল অপেক্ষা গান রিলিজের৷ অবশ্য জ্যাকলিনকে এই বিষয় সম্পূর্ণ ভরসা করেন ভক্তরা৷

এর আগেও তিনি ক্যামেরার লেন্স কাঁপিয়েছেন কয়েকটি আইটেম সং এ৷ লাত লগ গেই, সুরাজ ডুবা হ্যয়, চিট্টিয়া কালাইয়া. জাদু কি ঝাপ্পি৷ লিস্ট কিন্তু বেশ বড়ো৷ সবকটাতেই তাঁর উম্ফ কোশেন্টে কিন্তু ভরপুর৷ জ্যাকলিনের বক্তব্য মাধুরী দিক্ষিত লেজেন্ড৷ তাঁর জায়গা কখনও কেউ নিতে পারবেনা৷

তবে এক দো তিনের রিপ্রাইজ ভারশনই সিনেমার ইউএসপি নয়৷ ইউএসপি আরো অনেক জিনিস৷ কেমিস্ট্রি, অ্যাকশন, থ্রিল৷ ৷ মুখ্য ভূমিকায় অ্যালেজেড কাপেল টাইগার শ্রফ ও দিশা পাটানি৷ ছবিটি রিলিজ করছে ৩০ মার্চ৷

 

খবর২৪ঘণ্টা.কম/রখ

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST