রয়েল খান স্পোর্টস ডেস্ক: প্রথম ম্যাচে ব্যাট করা সুযোগ না পেলেও দুর্দান্ত বল করেন সাকিব। ক্রিকেটের সবচেয়ে সংক্ষিপ্ত এই ফরমেটে ১ ওভার বল করে দেন মাত্র ৫ রান। জয় পায় তার দলও। দ্বিতীয় বল ও ব্যাট উভয়ই করলেন সাকিব। তবে প্রথমে ব্যাট হাতে ব্যর্থ হওয়ার পড় বল হাতেও নিজের নামের প্রতি সুবিচার করতে পারলেন না। তার দল কেরালা কিংসও পাঞ্জাবি লিজেন্ডসের কাছে দলটি হেরে গেল ৮ উইকেটে।
টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি কেরালার। দলীয় ৪ রানে সাজঘরে ফেরেন ওয়ালটন। দ্বিতীয় উইকেটে মরগানকে সঙ্গে নিয়ে ৫০ রানের জুটি গড়েন পল স্টার্লিং। আউট হওয়ার আগে মরগান করেন ২১ রান।
এরপর দ্রুত বিদায় নেন পোলার্ড ও সাকিব। প্রথমবার ব্যাট করতে নেমে ৬ বল মোকাবেলা করে ৭ রান করে আউট হন সাকিব। শেষ দিকে পোরান ৭ বলে ২০ রান করলে ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১১৪ রান সংগ্রহ করে কেরালা। ৪৬ রানে অপরাজিত থাকেন পল স্টার্লিং।
জবাবে ব্যাট করতে নেমে মাত্র ২ উইকেট হারিয়ে এক ওভার বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় পাঞ্জাবি। ৬০ রানের বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত থাকেন শোয়েব মালিক। এক ওভার বল করে ১৪ রান দেন সাকিব।
খবর২৪ঘণ্টা.কম/রখ