খবর২৪ঘণ্টা ডেস্ক: দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ১৩টি উপজেলায় চেয়ারম্যান পদে একজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া ৫টি উপজেলায় ভাইস চেয়ারম্যান ও ৬টিতে মহিলা ভাইস চেয়ারম্যানও একক প্রার্থী হয়েছেন। ফলে এই ২৪ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।
মঙ্গলবার নির্বাচন কমিশন (ইসি) সূত্র এই তথ্য নিশ্চিত করে জানিয়েছে মনোনয়ন পত্র যাচাই-বাছাই ও প্রত্যাহার শেষে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের সংখ্যা আরও বাড়তে পারে।
ইসি সূত্র জানায়, দেশের নয়টি জেলায় ১৩ জন উপজেলা চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। তাদের মধ্যে সবচেয়ে বেশি চট্রগ্রাম জেলায় ৫ জন বিনা প্রদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন। চেয়ারম্যানের মধ্যে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড, সন্দ্বীপ, রাঙ্গুনিয়া, মীরসরাই, রাউজান, ফরিদপুর জেলার ফরিদপুর সদর, বগুড়ার জেলার আদমদিঘি উপজেলা, নোয়াখালী জেলার হাতিয়া উপজেলা, রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলা, খাগড়াড়ি জেলার মানিকছড়ি উপজেলা, নওগাঁ জেলার নওগা সদর, পাবনা জেলার পাবনা সদর, মৌলভীবাজার জেলার মৌলভীবাজার সদর উপজেলা।
এছাড়া, ভাইস চেয়ারম্যান পদে ফরিদপুর সদর, ফরিদপুরের বোয়ালমারি, নোয়াখালীর হাতিয়া উপজেলা, চট্টগ্রামের রাউজান উপজেলা, পাবনা জেলার সদর উপজেলায় ১ জন করে প্রার্থী রয়েছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে পাবনা সদর, সিলেট জেলার কানাইঘাট উপজেলা, ফরিদপুর জেলার ফরিদপুর সদর, নোয়াখালী জেলার হাতিয়া উপজেলা, চট্টগ্রাম জেলার মীরসরাই ও রাউজান উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বিাচিত হতে যাচ্ছেন।
খবর২৪ঘণ্টা, জেএন