নিজস্ব প্রতিবেদক :
দ্বিতীয় দিনের মতো রাজশাহী মহানগরীর বাস টার্মিনাল থেকে দেশেল সকল রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার সকাল থেকেই বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। শনিবার সকালেও দেশের কোন স্থানে বাস চলাচল করেনি। বাস চলাচল বন্ধ থাকায় ব্যাপক ভোগান্তির মধ্যে পড়েছেন যাত্রীরা। তবে শুক্রবার বিকেলে মালিক পরিবহন গ্রপ সংবাদ সম্মেলন করে জানান, শিক্ষার্থীদের আন্দোলনে তারা নিরাপত্তাহীনতার কারণে দিনের বেলায় বাস চালাবেন না। তবে রাতের বেলায় বাস চলাচল করবে। শুক্রবার বিকেলে জনসচেতনতামূলক লিফলেট বিতরণের পর রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উপপুলিশ কমিশনার অনির্বান চাকমা বলেন, বাস চলাচল করলে নিরাপত্তা দেওয়া হবে।
এদিকে, নিরাপত্তার অভাবে বাস চালানো হচ্ছে না মালিক সমিতির এমন খোড়া অজুহাত মানতে পারছেন না যাত্রীরা। সাইফুল নামের এক যাত্রী বলেন, যতদুর জানি শিক্ষার্থীরা যানবাহনের লাইসেন্স চেক করছে। তারাতো ভাংচুর করেনি। তাহলে কি এই মালিক সমিতিতে থাকা কিছু বাসের রেজিস্ট্রেশন নেই। সে কারণে তারা ভয় পাচ্ছে। আরেকজন বলেন, বাস বন্ধ করার পেছনে অন্য কোন কারণও থাকতে পারে। নাহলে হঠাৎ করে কেন বাস বন্ধ করে দেওয়া হবে?
উল্লেখ্য, গত শুক্রবার সকাল থেকেই হঠাৎ করে রাজশাহী বাস টার্মিনাল থেকে দেশের সকল রুটে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। এতে বিপাকের মধ্যে পড়েন সাধারণ যাত্রীরা। বাস চলাচল বন্ধ থাকার কারণে ট্রেনে যাত্রীদের চাপ বেড়ে যায় কয়েকগুন। তবে বিআরটিসি বাস চলাচল করছে। এ বাসেও যাত্রীদের চাপ বেড়েছে।
এ বিষয়ে নগর পুলিশের মুখপাত্র ইফতে খায়ের আলম বলেন, মালিক সমিতি যদি বাস চালায় তাহলে তাদের নিরাপত্তা দেওয়া হবে। এক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে তারা পূর্ণ সহযোগিতা পাবে।
খবর২৪ঘণ্টা/এমকে