পুঠিয়া (রাজশাহী) সংবাদদাতাঃ রাজশাহীর পুঠিয়ায় মসজিদ মার্কেটের দোকান ঘর দখল নিয়ে কথা কাটাকাটির জের ধরে দুই গ্রুপের সংঘর্ষে ৯ জন আহত হয়েছে। এরমধ্যে সাকিব (২৫) নামের একজনকে আশঙ্কাজনক অবস্থায় রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা জানায়, শনিবার দুপুর দেড়টার দিকে পুঠিয়া মসজিদ মার্কেটের একটি দোকান দখল নিয়ে সাকিব ও ফারুকের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ হয়। পরে উভয় গ্রুপের লোকজন জড়ো হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে সাকিবের পেটে ছুরি দিয়ে আঘাত করে প্রতিপক্ষরা। এছাড়া উভয় পক্ষের ফারুক, এনামুল, মতিন, রুবেল, দীপ, চান্দু, সাইদুর, বাবু আহত হয়। আহতরা পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে।
প্রত্যক্ষদর্শী সাজেদুর রহমান জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসে আহতরা আরেক দফা সংঘর্ষে লিপ্ত হয়। এতে হাসপাতালের রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান জানান, উভয় পক্ষের লোকজন থানায় যোগাযোগ করেছে। লিখিত অভিযোগ দিতে বলেছি।
বিএ…