নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় দেড় কোটি টাকা মূল্যের দেড় কেজি হেরোইনসহ লিয়াকত (৩৬) নামের এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। আটক মাদক ব্যবসায়ী শিবগঞ্জ উপজেলার চন্ডিপুর বনপাড়া এলাকার মৃত লোকমানের ছেলে।
র্যাব জানায়, র্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন বইলতলা বাজারে অভিযান চালিয়ে করে শীর্ষ মাদক ব্যবসায়ী লিয়াকত আলী ১ কেজি ৫০০ গ্রাম (মূল্য আনুমানিক ১ কোটি ৫০ লাখ টাকা) সহ হাতেনাতে গ্রেফতার করা করে।
এস/আর