খবর২৪ঘণ্টা ডেস্ক: দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১২৭৩ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ২৬৮ জনে। একই সময়ে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে মৃতের সংখ্যা ৩২৮।
রোববার দুপুরে স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৫৬ জন। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন ৪ হাজার ৩৭৩ জন। আর নমুনা পরীক্ষা সংগ্রহ করা হয়েছে ৮ হাজার ৫৭৪টি। নমুনা পরীক্ষা করা হয়েছে ৮ হাজার ১১৪টি।
এসময় করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে স্বাস্থ্য অধিদফতর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ ও নির্দেশনা মেনে চলার অনুরোধ জানান তিনি।
দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
খবর২৪ঘণ্টা, নই