খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২৩২ জন পুলিশ সদস্য করোনা ভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট ৭৪১ জন পুলিশ সদস্য করোনা আক্রান্ত হলেন।
শনিবার পুলিশ সদরদপ্তরের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় আরও ২৩২ জন পুলিশ সদস্য করোনা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট ৭৪১ জন পুলিশ সদস্য করোনা আক্রান্ত হলেন।
কেবল ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপিরই ৩৫৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
সূত্রটি আরও জানায়, নিশ্চিত অথবা সন্দেহভাজন আক্রান্ত হিসেবে পুলিশের ১৭৪ সদস্য আইসোলেশনে আছেন। কোয়ারেন্টাইনে আছেন ১ হাজার ২৫০ জন।
শনিবার ভোরে একজনসহ এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে পাঁচ পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। প্রাণঘাতী এই ভাইরাস থেকে সুস্থ হয়ে উঠেছেন ৫৭ জন।
দেশে করোনা ছড়িয়ে পড়ার পর সাধারণ মানুষের পাশাপাশি চিকিৎসক এবং নার্সের পর পুলিশ সদস্যরাই বেশি করোনা আক্রান্ত হচ্ছেন। গত ২৮ এপ্রিল রাতে দেশে প্রথম কোনো পুলিশ সদস্য করোনায় মারা যান।
খবর২৪ঘন্টা/নই