নাটোর প্রতিনিধিঃ কৃষক শ্রমিক ও জনতা লীগ সভপাতি বঙ্গবীর কাদের সিদ্দীকি বীরউত্তম বলেছেন, দেশে সুষ্ঠু নির্বাচন হবার সম্ভাবনা নাই। নাটোরের বন্ধুরা ,আওয়ামী লীগের বন্ধুরা যতক্ষতাই আপনাদের থাকুক যদি সঠিক ইলেকশন হয় আমি হাতে চুড়িপড়বো যদি আওয়ামী লীগ জিতে। ভোট হলে আওয়ামীলীগ জিতবে না এই রকম ইলেকশন আরেকবার করলেমাটির উপরে না মাটির নিচে জায়গা হবে।সেনাবাহিনিরা জবরদক্ষল করে ক্ষমতায় আসে সেটা হবে সৈরাচার আর শেখ হাসিনা ভোট ছাড়া যদি এই ভাবে আসে তাহলে আগামি দিনে হবে মহিলা সৈরাচার এখন আওয়ামী লীগ আওয়ামী লীগকে হত্যা করছে।
বৃহষ্পতিবার নাটোরে কৃষক শ্রমিক জনতা লীগের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে এসব কখা বলেন বঙ্গ বীর কাদের সিদ্দীকি।
বৃহস্পতিবার দুপুরে কানাইখালি পুরাতন বাসস্ট্যান্ডে জেলা কৃষক শ্রমিক ও জনতা লীগের সম্মেলনের আরো বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন মল্লিক,নাটোর জেলা কমিটির আহ্বায়ক শহীদুল ইসলাম মুন্সি, নাটোর সদর আসনের প্রতিনিধি আয়নাল হকসহ বিভিন্ন উপজেলা থেকে আগত বিভিন্নস্তরের নেত্রীবৃন্দ।
খবর২৪ঘণ্টা.কম/নজ