নিজস্ব প্রতিবেদক :
বর্তমানে দেশের মানুষ শান্তিতে নেই বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর পীর সাহেব চরমোনাই মুহাম্মদ রেজাউল করিম। মঙ্গলবার বিকেলে রাজশাহী মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, মানুষ অস্থিরতার মধ্যে বাস করছে। মানুষের শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। দেশের মানুষ মুক্তি চাই ও পরিবর্তন চায়। খুন খারাবী মারাত্মক আকার ধারণ করেছে। মানুষ নৈতিকতা হারিয়ে পশুত্ব বরণ করেছে। নারী ও শিশু ধর্ষণ আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। মাদকে সয়লাব। মাদক তরুণ সমাজকে ধ্বংস করছে। নৈতিকতা বিবর্জিত জাতিকে বাঁচাতে হলে ইসলামের সুমহান শিক্ষায় শিক্ষিত হতে হবে। ইসলামের অনুশাসন মেনে চলতে হবে। দেশবাসীকে ইসলামের পক্ষে অবস্থান নিতে আহবান জানান।
রাজশাহী জেলা শাখার সভাপতি মোহাম্মদ ফয়সাল হোসেন মনির সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নায়েবে আমীর মাও আব্দুল হক আজাদ, ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক আশরাফ আলী আকন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি শেখ ফজলুল করিম মারুফ।
আরো বক্তব্য রাখেন, মুহাম্মদ হাসিবুর রহমান, মুহাম্মদ তারিফ উদ্দীন, মুফতি আনোয়ার হোসেন ও প্রচার প্রকাশনা সম্পাদক মাওলানা বুরহান উদ্দীন সাঈদ প্রমূখ।
খবর২৪ঘণ্টা/এমকে