নিজস্ব প্রতিবেদক :
চুরি হওয়া ১টি ট্রাকের সূত্র ধরে দেশের বিভিন্ন স্থান থেকে মোট ১২টি ট্রাক ও ১টি প্রাইভেট কার উদ্ধারসহ চোর সিন্ডিকেটের অন্যতম মূল হোতা গিয়াসকে গ্রেফতার করেছে রাজশাহী জেলা পুলিশ। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী জেলা পুলিশ লাইনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মো. শহিদুল্লাহ। সংবাদ সম্মেলনে জানানো হয়, গত জুন মাসের ৬ তারিখ বিকেলে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজবাড়ীহাট এলাকা থেকে একটি ট্রাক চুরি হয়। ট্রাক চুরি হওয়ার পরে গোদাগাড়ী থানায় একটি মামলা হয়। মামলাটি জেলা গোয়েন্দা পুলিশ তদন্ত শুরু
করে। চোরাই ট্রাকটি গোপন সংবাদের ভিক্তিতে গত জুন মাসের ৬ তারিখে রাজবাড়ী জেলা থেকে চালক আহাদ আলী শেখ (৩০) সহ ট্রাকটি উদ্ধার করা হয়। আহাদ আলীর দেওয়া তথ্য মতে বাংলাদেশের ট্রাক চুরির মূল হোতা মনির এরসন্ধান পাওয়া যায় এবং তাকে চট্রগ্রাম থেকে গ্রেফতার করা হয়। আহাদ আলির মাধ্যমে কুখ্যাত ট্রাক চোর মনির ও গিয়াসের সন্ধান পাওয়া যায়। মনির কে গত জুলাই মাসের ৪ তারিখে চট্টগ্রাম থেকে গ্রেফতার করা হয়। পরে মনিরের সহযোগী গিয়াসকে চলতি মাসের ১৬ সেপ্টেমবর কুষ্টিয়া থেকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্য মতে চিটাগাং , যশোর , মাগুড়া, কুষ্টিয়া , সিলেট, ফরিদপুর, সহ দেশের বিভিন্ন স্থান হতে চুরি হওয়া মোট ১২ টি ট্রাক ও একটি প্রায়ভেট কার উদ্ধার করা হয়। উদ্ধার অভিযান অব্যাহত আছে। পুলিশ সুপার বলেন, এ কাজের আরো যারা জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে, চোর গিয়াস জানায়, সে চার বছর ধরে ট্রাক চুরির সাথে জড়িত রয়েছে। সে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স ও ডিপ্লোমা করেন। বিদেশ থেকে ফেরত আসার পর অর্থ সংকটের কারণে বাধ্য হয়ে এ কাজের সাথে যুক্ত হয়েছে। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, জেলা পুলিশের অতিরিক্ত এসপি মাহমুদ হাসান, সিনিয়র এএসপি আব্দুর রাজ্জাক খান ও এএসপি রায়হান।
খবর ২৪ ঘণ্টা/এমকে