বিনোদন,ডেস্ক: উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া হবে জনপ্রিয় সঙ্গীতশিল্পী সুবীর নন্দীকে। মানবজমিনকে এমনটাই জানালেন সুবীর নন্দীর আত্মীয় ও কন্ঠশিল্পী তৃপ্তি কর। তিনি আজ দুপুরে বলেন, গতকাল রাত ১১টায় তার লাইফ সাপোর্টের ৭২ ঘন্টা শেষ হয়। এরপর আজ মেডিকেল বোর্ড বলেছে যে তার হার্টের অবস্থা খুব বেশি ভালো নয়। এজন্য উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে নিতে হবে। তবে কোন দেশে নেওয়া হবে সেটি এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। কোন দেশে নেয়া হবে তা পরিবারের সদস্যরা আজ রাতে সিদ্ধান্ত নেবেন। সে পর্যন্ত সুবীর নন্দী আইসিইউতে আছেন বলেও জানান তৃপ্তি কর।
পহেলা বৈশাখের রাতে সিলেট থেকে ঢাকায় ফেরার পথে ট্রেনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন একুশে পদকে ভূষিত সংগীতশিল্পী সুবীর নন্দী। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ও কন্যা। রাতেই তাকে দ্রুত রাজধানীর সিএমএইচ হাসপাতালে নেয়া হয়। জরুরি বিভাগে থাকতেই হার্ট অ্যাটাক করেন এই নন্দিত শিল্পী। এরপর তাকে আইসিইউতে দ্রত লাইফ সাপোর্ট দেওয়া হয়।
খবর২৪ঘণ্টা, জেএন