খবর২৪ঘণ্টা.বিনোদন,ডেস্ক: টলিপাড়ার সেরা গুঞ্জন এখন একটাই৷ সুপারস্টার দেবের সেক্রেটারি হিসেবে অ্যাপয়ন্ট করা হয়েছে একজন টেলিভিশন অভিনেত্রীকে৷ শোনা গিয়েছে পার্সোনাল সেক্রেটারির পদের জন্য এই টেলি নায়িকাকেই একমাত্র পছন্দ দেবের৷ সেই নায়িকা টেলিজগতের একজন জনপ্রিয় মুখ অলিভিয়া সরকার৷
সুন্দরী এবং স্মার্ট বলেই এই অভিনেত্রীকে নিজের সেক্রেটারির পদে দেখতে চান দেব? তবে গোটাটাই হবে সেলুলয়েডে৷ আগমী ছবি ‘হইচই আনলিমিটেড’এ দেবের সেক্রেটারির চরিত্রে দেখা যাবে অলিভিয়াকে৷
সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি জানান, “সকাল সকাল অনিকেতদার একটা মেসেজ পাই৷ লিখেছিলেন পরে কল করতে৷ সঙ্গে সঙ্গে ফোন করতেই আমি স্টানড৷ দেবের নতুন ফিল্মে গেস্ট অ্যাপিয়ারেন্সের অফার দিলেন অনিকেত দা৷”
স্বাভাবিকভাবেই এরম সুযোগ কেউই হাতছাড়া করে না৷ নিমেষের মধ্যে রাজি হয়ে গেলেন অলিভিয়া৷ তাঁর কাছে এটা পরম পাওয়া৷ দেবের ছবি আর অনিকেত চট্টোপাধ্যায়ের পরিচালনা, এর থেকে ভালো অফার কেই বা পায়!
এখানেই চমকের শেষ নয়৷ আরেকজন টলি-অভিনেত্রীর নাম জুড়তে চলেছে এই ফিল্মে র কাস্টিংয়ে৷ ‘হইচই আনলিমিটেড’র টিমে যোগ দিলেন অভিনেত্রী সায়ন্তনী গুহঠাকুরতা৷ একজন নৃত্যশিল্পীর ভূমিকায় দেখা যাবে তাঁকে৷
ছবিতে শাশ্বত চট্টোপাধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন৷ সেই রোলের সঙ্গেই যোগসাযোগ রয়েছে সায়ন্তনীর ক্যারেক্টারের৷ তবে চরিত্রের ডিটেলস নিয়ে নায়িকা কোন রকম মন্তব্য করেননি৷
খবর২৪ঘণ্টা.কম/জন