খবর২৪ঘণ্টা বিনোদন,ডেস্ক: মুখে কিছু না বললেও তাঁদের সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে নজর রাখলে বোঝা যায় যে তাঁদের সম্পর্ক কতটা মাখোমাখো৷ প্রায় প্রতিদিনই দেব, রুক্মিনীকে নিয়ে কোনও না কোনও পোস্ট শেয়ার করেন, তো কখনও রুক্মিনী, দেব কে নিয়ে৷ এসবের মধ্যে সকলে যে প্রেমের গন্ধ খুঁজে পাবে সেটাই স্বাভাবিক৷
সম্প্রতি দেব এবং রুক্মিনীর ট্যুইটার হ্যান্ডেল ভরে উঠল তাঁদের খুনসুটিতে৷ টেবিলের ওপর প্লেটে ভর্তি করে রাখা রকমারি ফল৷ চেয়ারে বসে মন দিয়ে খেয়ে চলেছেন রুক্মিনী৷ সেটা লুকিয়ে লুকিয়ে ভিডিও করে নিলেন দেব৷ তারপরই ভিডিওটি সোজা পোস্ট করে দিলেন ট্যুইটারে৷ খানিক লজ্জা পেয়ে গিয়েছিলেন নায়িকা৷ রাগ করে পোস্ট করে দিলেন দেবেরও একটি ভিডিও৷
গোটা ব্যাপারটাই নিছকই ঠাট্টা৷ দু’জনের এই মিষ্টি ঝগড়ার সাক্ষী থাকল সোশ্যাল মিডিয়া৷ রুক্মিনী পাল্টা জবাবে দেবের যে ভিডিওটি পোস্ট করেন সেটাও বেশ হাসির৷ নায়িকার অবশ্য নিজের ভিডিওতে কোনও আপত্তি ছিল না৷ লজ্জা পেয়েছেন দেবের লেখা ক্যাপশনে৷ রুক্মিনীর ফল খাওয়ার ভিডিওটিতে দেব লিখেছেন, “ইফতার হোক বা দুর্গা পূজা, রুক্মিনী খাওয়া-দাওয়ার জন্য সবসময় রেডি৷” যে নায়িকা নিজের ফিগার নিয়ে এতটা সচেতন তাকে পেটুক বলা হয়েছে বলে খানিক অভিমান করে ফেলেছেন৷ তবে এই মিষ্টি মান-অভিমানের পালা ভক্তদের বেশ পছন্দ হয়েছে৷ প্রকাশ্যে নিজেদের সম্পর্ক নিয়ে কোনও কথা না বললেও তাঁদের এই ছোট-খাটো কনভারসেশন সকলকে বেশ এন্টারটেন করে৷দিন কতক আগেও রুক্মিনীর একটি অনুষ্ঠানে অ্যাওয়ার্ড পাওয়ার একটি ভিডিও
শেয়ার করে শুভেচ্ছা জানিয়েছিলেন দেব৷ ‘ন্যাশানাল মোস্ট ডিজাইরেবেল ওম্যান’ ২০১৭-র প্রতিযোগিতায় রুক্মিনী বাংলাকে রিপ্রেজেন্ট করেছিলেন৷ সেই খবরটি প্রকাশিত হওয়ার পর, আলাদা করে ছবি তুলে, রুক্মিনীকে পয়েন্ট করে ট্যুইটারে পোস্ট করেন৷ সঙ্গে লেখেন তিনি কতটা গর্বিত রুক্মিনীকে নিয়ে৷
খবর২৪ঘণ্টা বিনোদন,ডেস্ক: