বিনোদন,ডেস্ক: না আর কোনও কিন্তু-পরন্তু নয়! নিককেই জীবনসঙ্গী হিসাবে বেছে নিয়েছেন পিগি। অফিশিয়ালি জানিয়ে দিলেন দেশীগার্ল।
বাবা-মায়ের সঙ্গে মুম্বইতে হাজির নিক। গতকাল থেকে ফুল-আলো দিয়ে সাজানো হচ্ছে প্রিয়াঙ্কার বাড়ি। এসে গিয়েছেন পন্ডিতমশাইও। সকাল থেকে শুরু হয়েছে পূজা-অর্চনা। কাল শনিবার সম্পূর্ণ পাঞ্জাবী রীতি মেনে হবে রোকার অনুষ্ঠান।
টিনসেলে এখন একটাই খবর। আজ অফিশিয়ালি নিকের সঙ্গে সম্পর্কের কথা দুনিয়াকে জানিয়ে দেবেন পিগি চপস। আর তাই জমকালো এক পার্টির আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে মুম্বইতে হাজির হয়ে গিয়েছেন পাত্রপক্ষ। এসেছেন নিকের বাবা পল ও মা ডেনিস জোনস। জানা গিয়েছে মুম্বইয়ের সুবারবান হোটেলে ২০০টি রুম বুক করা হয়েছে।
ছবি: ট্যুইটারের সৌজন্যে
এই সন্ধ্যায় বলিউড সহ হেভিওয়েট ব্যক্তিত্বরা উপস্থিত থাকবেন বলে মনে করা হচ্ছে। এই লিস্টে প্রথমেই রয়েছে নায়িকার ‘দিল ধড়কনে দো’ কোস্টার রণবীরের নাম। আছে করণ জোহর, ডিজাইনার মনীশ মালহোত্রা, রবীনা টন্ডন সহ বলিউডের অভিনেতা-অভনেত্রীদের একাংশের নাম। এমনকি শোনা যাচ্ছে এই পার্টিতে ছেলে-বৌমা এবং সস্ত্রীক হাজির থাকতে পারেন মুকেশ আম্বানিও।
তবে এই এনগেজমেন্ট পার্টি নাকি লোক দেখানো। জুলাই-তে অভিনেত্রীর জন্মদিনের দিনই নাকি আংটিবদল হয়ে গিয়েছে নিক-প্রিয়াঙ্কা। ২.৪ কোটির ডায়মন্ড রিং অভিনেত্রীকে দিয়েছেন নিক। এখন চলছে লৌকিকতা।
/জেএন
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।