বিনোদন,ডেস্ক: পাঁচ জুলাই সেন্ট জর্জিয়ার, কানাডাতে স্ক্রিনিং হয়ে গেল সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ছবি ‘উমার’। আর সেই উপলক্ষেই কানাডা পাড়ি দিয়েছিলেন সৃজিত। যাকে নিয়ে তাঁর ছবির ভাবনা তাঁর সঙ্গে দেখা করবেন না সেটা কিভাবে হয়। দেখা হয়েছিল বটে৷ কিন্তু জায়গাটা ছিল কবরস্থান।
প্রসঙ্গত, একটি সত্য ঘটনাকে ক্যামেরার পর্দায় বুনেছেন পরিচালক৷ একটি কানাডিয়ান ছেলের জীবন কাহিনী নিয়ে তৈরি হয়েছে গোটা সিনেমাটি৷ ইভান নামক ছেলেটি একটি কঠিন ব্যাধিতে আক্রান্ত হয়৷ মৃত্যুর শেষ প্রান্তে এসে তাঁর ইচ্ছা হয় ক্রিসমাস দেখার৷ তবে তাঁর আয়ু কম থাকার জন্য বাবা সেই ইচ্ছা পূরণ করার পদক্ষেপ নেন৷ ঘটনাটির পর ইভান পরিচিত হয় ‘দ্য বয় হু মুভড ক্রিসমাস’ নামে৷
আর তাই কানাডা পাড়ি দিয়ে ইভানের কবরস্থানে গিয়ে ইভানকে ফিল করেছিলেন সৃজিত। এক ঘণ্টা কাটিয়েছিলেন ইভানের কবরস্থানের পাশে। তারপর ইভানের বাড়ির লোকের সঙ্গেও দেখা করেছিলেন তিনি। তাঁর ছবির এত সাফল্যের মুলে রয়েছে ইভানেরই কাহিনী। কবরস্থান দর্শনের পর সৃজিত ফেসবুকে লেখেন, “একটা অসাধারণ ক্যাম্প, ইভানের মা নিকোলা সুন্দর ভাবে মেইনটেন করেছে জায়গাটা”, ইভানের না থাকার অভাবটা খুব ভালো ভাবেই ফিল করছেন সৃজিত আর সেটা তাঁর লেখা থেকেই স্পষ্ট।
উল্লেখ্য, কিছুদিন আগেই নিউ ইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে প্রথম স্ক্রিনিং হয়েছিল ‘উমা’ ছবির। এবার রিল ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালে মনোনীত হয়েছে সৃজিত মুখোপাধ্যায়য়ের ‘উমা’। টরেন্টোতে প্রায় ৫ দিন ধরে চলে এই ফিল্ম ফেস্ট। সৃজিতের এই ছবিতে রয়েছে সামাজিক বার্তা। যারা ছবিটি দেখেছেন তাঁরা প্রায় সকলেই জানেন একটা অসুস্থ বাচ্চা মেয়ের লড়াইয়ের গল্প তুলে ধরেছিলেন সৃজিত। যদিও এই ছবিটি একটি সত্য ঘটনা দ্বারা অনুপ্রাণিত হয়ে তৈরি করেছিলেন তিনি।
তবে এটি প্রথম নয় এর আগে ২০১০ সালে ‘অটোগ্রাফ’ এবং ২০১৫ সালে ‘রাজকাহিনি’র পর এটা তাঁর তৃতীয় ছবি যেটা ফেস্টিভ্যালে দেখানো হল৷ তিনি আগেও বলেছিলেন ‘উমা’ তার জীবনের অত্যন্ত কাছের একটি সিনেমা। কতটা ভালোবাসা দিয়ে ছবিটি তিনি তৈরি করেছেন তা বোঝা যায় তাঁর এই অসাধারণ সাফল্য থেকেই।
খবর২৪ঘণ্টা.কম/জেএন