নিজস্ব প্রতিবেদক:
দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে রাজশাহী জেলা পুলিশের পক্ষ থেকে খাদ্য সামগ্রী ও সাবান বিতরণ করা হয়েছে। আজ বেলা এগারোটার দিকে রাজশাহী জেলা পুলিশ লাইন্সে প্রতিবন্ধীদের মাঝে এ খাদ্য সামগ্রী ও সাবান বিতরণ করা হয়। রাজশাহী জেলা পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ বিপিএম পিপিএম উপস্থিত থাকে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
সম্প্রতি করোনা ভাইরাসে উদ্ভূত পরিস্থিতিতে সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচী বাস্তবায়নের পাশাপাশি সমাজের পিছিয়ে থাকা অসহায় দৃষ্টিপ্রতিবন্ধীদের মাঝে রাজশাহী জেলা পুলিশের পক্ষ থেকে খাদ্যসামগ্রী ও হাত ধৌত করার সাবান বিতরণ করা হয়। এ সময় করোনা ভাইরাস প্রতিরোধ বিষয়ক সচেতনতামুলক প্রচারনাও চালানো হয়। এ সময় রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সদর ইফতেখায়ের আলম সহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।