নিজস্ব প্রতিবেদক :
দৃষ্টি ও শারীরিক প্রতিবন্ধী হয়েও ২০১৯ সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় রাজশাহী বোর্ড থেকে অংশ নিয়ে সাফল্যের সাথে পাশ করে নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছে ওরা ৩০ জন। এ ছাড়াও কারা অভ্যন্তরে থেকে পাশ করেছে আরো একজন। প্রতিবন্ধিকতা সত্বেও নিজের যোগ্যতার প্রমাণ দিয়ে তারা রাজশাহী শিক্ষাবোর্ডের অধিনস্থ বিভিন্ন কলেজ থেকে পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে। দৃষ্টি প্রতিবন্ধী যে ১৮ জন পাশ করেছে তারা হলো, পাবনার শিবলি নোমান মুরাদ, হারুনুর রশীদ, মাহমুদুল হাসান শাওম, আব্দুস সবুর, মাহবুব জামান, আরিফুল ইসলাম, ভোলানাথ সাহা, ইসতাক হাবিব, চন্দনকুমার, কাউসার হোসেন, আব্দুল মতিন তুষার, নাদিম হোসেন, আব্দুল্লাহ আল হাদি, আনারুল ইসলাম,
রাজশাহীর আল আমিন, শারমিন আক্তার, নওগাঁর শোয়ায়িব হক হিমেল, সিরাজগঞ্জের সুমাইয়া সুমি, বগুড়ার ফিফাত সরকার, নওগাঁর কৃষনেন্দু সাহা ও রাজশাহীর মিমি খাতুন। শারীরিক প্রতিবন্ধী ১২ জন হলো, রাজশাহীর মৌসুমি আক্তার, বগুড়ার শামিরা তাবাসসুম, নওগাঁর অমিত সরকার, নাটোরের মাহবুবুর রহমান, চাঁপাইনবাবগঞ্জের রাসেল আলী, নওগাঁর সুমি খাতুন, পাবনার অমৃত হালদার, পাবনার অনামিকা খাতুন, রাজশাহীর আব্দুল্লাহ আল মামুন রুমন, সিরাজগঞ্জের হাসি খাতুন, নওগাঁর মেহেদি হাসান, নওগাঁর মোরশেদ আলম ও কারগার থেক পরীক্ষা দিয়ে পাশ করেছে শফিউল ইসলাম।
আর/এস