রাজশাহী দুর্গাপুর উপজেলাপরিষদের মিনি হলরুমে সোমবার (২০ নভেম্বর) সকালে ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহায়তায় ব্র্যাক এর অগ্নি- অ্যাওয়ারনেস, অ্যাকশান অ্যান্ড অ্যাডভোকেসি ফর জেন্ডার ইকুয়্যাল ও সেইফ স্পেস ফর উইমেন্স অ্যান্ড গার্লস’ প্রকল্পের অধীনে এ শেয়ারিং সভার আয়োজন করে।
উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ আব্দুল করিম ও প্রধান অতিথি ছিলেন, বীর মুক্তিযুদ্ধা নজরুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান দূর্গাপুর, এছাড়াও সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি), মহিলা ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান, ব্র্যাঞ্চ ম্যানেজার শাহ সোলাইমান সিদ্দিক (ব্র্যাক এরিয়া অফিস দূর্গাপুর) মহিলা বিষয়ক কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা,(সিএসও) মেম্বার, যৌন হয়রানি প্রতিকার কমিটির সভাপতি, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ ও সাংবাদিক।
সভা পরিচালনা ও প্রকল্পের সার্বিক চিত্র তুলে ধরেন মোঃ মিজানুর রহমান পারভেজ প্রকল্প কর্মকর্তা (ব্র্যাক- অগ্নি) সহযোগিতায় সাবির হোসেন প্রকল্প কর্মকর্তা (ব্র্যাক-অগ্নি) প্রকল্প সহকারী রেশমা খাতুন (স্বেচ্ছাসেবক ব্র্যাক-অগ্নি) প্রমুখ।