“সেবা ও উন্নতির দক্ষ রুপকার উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার” এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে রাজশাহীর দূর্গাপুরে রবিবার (১৭ সেপ্টেম্বর) দূর্গাপুর উপজেলা পরিষদ সভাকক্ষে জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা- ২০২৩ উদযাপন উপলক্ষে আলোচনা সভায় ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডা. মনসুর রহমান, মাননীয় সংসদ সদস্য ৫৬ রাজশাহী – ৫ পুঠিয়া- দুর্গাপুর। বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জসীম উদ্দীন হায়দার, মান্যবর অতিরিক্ত বিভাগীয় কমিশনার ( সার্বিক), রাজশাহী বিভাগ, রাজশাহী। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল করিম, উপজেলা নির্বাহী অফিসার, দূর্গাপুর, রাজশাহী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম, চেয়ারম্যান, উপজেলা পরিষদ দূর্গাপুর, রাজশাহী।
আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানেছা বেগম ভাইস চেয়ারম্যান মহিলা, আঃ মোতালেব মোল্লা, ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, সাজেদুর রহমান মিঠু মেয়র দূর্গাপুর পৌরসভা, নাজমুল হক, অফিসার ইনচার্জ ওসি দুর্গাপুর থানা ও উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, সুধীজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান : সঞ্চালনায় ছিলেন রুহুল আমিন, উপজেলা যুব উন্নয়ন অফিসার, দুর্গাপুর, রাজশাহী। আয়োজনেঃ উপজেলা প্রশাসন, দূর্গাপুর, রাজশাহী।
বিএ/