বাগমারা প্রতিনিধি: বাগমারা উপজেলা সংলগ্ন দূর্গাপুরের লক্ষ্মীপুর গ্রামের সর্বহারা জাহাঙ্গীর আলমের অটো হারানোর নাটক সাজিয়ে প্রতিপক্ষকে ফাঁসানোর অভিযোগ উঠেছে। জানা যায়, দূর্গাপুর উপজেলার কিসমতগনকৌড় ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের মৃত মোহাম্মদ আলী ছেলে সর্বহারা জাহাঙ্গীর আলমের অটো তার বাড়ী থেকে ১১জুলাই ভোর রাতে হারিয়েছে বলে লোকজনকে জানায়।
ওই ঘটনায় বেলঘরিয়া বাজার পাহারাদার আলিপুর গ্রামের হোসেন আলী ও লক্ষ্মীপুর গ্রামের ইসলাম আলীর সাথে অটো মালিক সর্বহারা জাহাঙ্গীর জোগসাজস করে ষঢ়যন্ত্রমূলকবাবে লক্ষ্মীপুর গ্রামের সেলিম হোসেনের ছেলে শরিফুল ইসলামকে একই গ্রামের নাজিম, আজের আলী ও ইসমাইল কাজী বিলের মধ্যে নিয়ে গিয়ে হত্যার হুমকি দিয়ে বলে, অটো চুরির সাথে একই গ্রামের ইদ্রিস আলী জড়িত আছে বললে তোকে প্রাণে মারবনা।
তাদের কথামতো প্রাণের ভয়ে নিজে ও ইদ্রিস আলীর নাম করে। পরে শরিফুল ইসলাম বলেন, আমি প্রাণের ভয়ে আমার ও ইদ্রিসের নাম করেছি। মাতাব্বর ওয়াজ খান এর বাড়িতে রাতে ধরে নিয়ে গিয়ে আমাদেরকে ভয়-ভীতি দেখিয়ে সাদা কাগজে স্বাক্ষর করে নেয়। কাঠ মিস্ত্রী ইদ্রিস আলী জানান, আমি কাঠ মিস্ত্রির কাজ করে জীবিকা নির্বাহ করি। প্রতিপক্ষরা ষঢ়যন্ত্রমূলকভাবে আমাকে ফাঁসানোর পাঁয়তারা করছে।
প্রকৃত পক্ষে বেলঘরিয়া বাজার পাহারাদার হোসেন আলী ও ইসলাম আলীকে জিজ্ঞাসাবাদ করলেই প্রকৃত অটো চুরির রহস্য বেরিয়ে আসবে।
খবর ২৪ঘণ্টা/ নই
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।