1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনা হবে: আইজিপি - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৭:৫১ পূর্বাহ্ন

দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনা হবে: আইজিপি

  • প্রকাশের সময় : বুধবার, ২৪ জুলা, ২০২৪

দুষ্কৃতকারীরা যেখানেই থাকুক না কেন, তাদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

বুধবার (২৪ জুলাই) পুলিশ সদর দফতরে সম্প্রতি নিহত তিন পুলিশ সদস্যের পরিবারকে আর্থিক অনুদান প্রদানকালে এ কথা বলেন তিনি।

আইজিপি বলেন, নিহত পুলিশ সদস্যরা তো মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে দেশের জনগণের নিরাপত্তায় নিয়োজিত ছিলেন। অথচ দুষ্কৃতকারীরা নির্মমভাবে তাদের হত্যা করেছে। দুষ্কৃতকারীরা যেখানেই থাকুক না কেন, তাদের আইনের আওতায় আনা হবে।

দুষ্কৃতকারীদের নির্মমতার লোমহর্ষক বর্ণনা তুলে ধরে চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, দেশের জনগণের নিরাপত্তা দেওয়া কি আমাদের অপরাধ? তবুও বাংলাদেশ পুলিশের অকুতোভয় সদস্যদের মনোবল অটুট রয়েছে। তারা দেশ ও জনগণের নিরাপত্তা প্রদানে বদ্ধপরিকর।

নিহত পুলিশ সদস্যদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি বলেন, আপনারা প্রিয়জনকে হারিয়েছেন, এ ক্ষতি পূরণ হওয়ার নয়। বাংলাদেশ পুলিশের সব সদস্য আপনাদের পাশে রয়েছেন। যে কোনো প্রয়োজনে আমাদেরকে আপনাদের পাশে পাবেন।

কোটা সংস্কার আন্দোলনে নজিরবিহীন সহিংসতায় নিহত পুলিশ সদস্যরা মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে দেশের জনগণের নিরাপত্তায় নিয়োজিত ছিলেন বলে মন্তব্য করেন তিনি।

এসময় আইজিপি এক শোকাবহ পরিবেশে নিহত পুলিশ সদস্যদের স্ত্রীর হাতে শোকবার্তা ও অনুদানের অর্থ তুলে দেন। সম্প্রতি নিহত পুলিশ সদস্যরা হলেন- পিবিআই, নারায়ণগঞ্জের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. মাসুদ পারভেজ ভূঁইয়া, টুরিস্ট পুলিশের এএসআই (নিরস্ত্র) মো. মোক্তাদির এবং ডিএমপির প্রটেকশন বিভাগের নায়েক মো. গিয়াস উদ্দিন।

বিএ…

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST