1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
“দুর্বার কাণ্ডারী ইমার্জেন্সী ভেন্টিলেটর” তৈরি করল রুয়েট - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১১:০৬ অপরাহ্ন

“দুর্বার কাণ্ডারী ইমার্জেন্সী ভেন্টিলেটর” তৈরি করল রুয়েট

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০
রুয়েটের তৈরি দুর্বার কাণ্ডারি ভেন্টিলেটর

নিজস্ব প্রতিবেদক : দেশে করোনাকালীন দূর্যোগে ভেন্টিলেটর সংকট সমস্যার সমাধানের লক্ষ্যে রুয়েটের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ “দুর্বার কাণ্ডারী ইমার্জেন্সী ভেন্টিলেটর” তৈরি করেছে। রুয়েটের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মাসুদ রানার তত্ত্বাবধানে রুয়েটের একদল শিক্ষার্থীর সমন্বয়ে গঠিত ‘দুর্বার কান্ডারী” নামক একটি দল প্রায় দুই মাসেরও বেশি সময়ের প্রচেষ্টায় “দুর্বার কান্ডারী ইমার্জেন্সী ভেন্টিলেটরটি” তৈরি করতে সক্ষম হয়েছেন। এ ভেন্টিলেটরটি অত্যন্ত কম খরচে দেশিয় প্রযুক্তিতে তৈরি করা। যা পরিচালনা করাও অত্যন্ত সহজ ও

নিরাপদ। এ ভেন্টিলেটরটি বিশ্বের সনামধন্য বিশ্ববিদ্যালয় গওঞ কর্তৃক করোনাকালে প্রস্তুতকৃত ইমার্জেন্সী ভেন্টিলেটর এর মডেল অনুসরণ করে সম্পূর্ণ নতুন আঙ্গিকে প্রস্তুত করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে রুয়েটের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সভা কক্ষে রুয়েটের দুর্বার কান্ডারী দল আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়। সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, রুয়েটে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. রফিকুল ইসলাম সেখ।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, “দুর্বার কান্ডারী ইমার্জেন্সী ভেন্টিলেটর” এর মাধ্যমে বাংলাদেশের ভেন্টিলেটর সংকট সমস্যার সমাধান হবে। এটাই আমাদের প্রত্যাশা। দল দুর্বার কান্ডারীর রুয়েট”

তত্ত্বাবধায়ক এবং প্রকল্প পরিচালক অধ্যাপক ড. মাসুদ রানা বলেন, ‘এই ভেন্টিলেটরটি মাত্র ৩০-৩৫ টাকা ব্যয়ে প্রস্তুত করা সম্ভব। কেননা দেশিয় প্রযুক্তি ব্যবহার করে এবং কেবলমাত্র করোনা আক্রান্ত রোগীদের চাহিদার কথা ভেবে ‘দুর্বার কান্ডারী ইমার্জেন্সী ভেন্টিলেটর” প্রস্তুত করা হয়েছে। করোনা মহামারী এবং লকডাউনের সময় গঠিত হওয়া টিম দুর্বার কান্ডারী রুয়েট এই ভেন্টিলেটরটি প্রস্তুত করেছে। এর সাথে যুক্ত রুয়েটের শিক্ষার্থীবৃন্দ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইন্টারনেটের মাধ্যমে একত্র হয়ে এই ভেন্টিলেটর তৈরির কাজ সম্পন্ন করেছেন এবং এই ভেন্টিলেটরটিকে আরোও উন্নত করার জন্য তারা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। সংবাদ সম্মেলনে রুয়েটের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. সেলিম

হোসেন, পরিচালক পরিকল্পনা ও উন্নয়ন প্রফেসর ড. মিয়া জগলুল সাদত , পরিচালক গবেষণা ও সম্প্রসারণ প্রফেসর ড. ফারুক হোসেন, ইসিই বিভাগের বিভাগীয় প্রধান ড. শামীম আনোয়ার, উপ-পরিচালক ছাত্রকল্যাণ মামুনুর রশীদ ও আবু সাঈদ, রুয়েটের চীফ মেডিকেল অফিসার ডাঃ মকসেদ আলীসহ প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও দল দুর্বার কান্ডারীর সদস্যদের মধ্যে রাফিউল ইসলাম (ইইই‘১৫), মাহমুদুল হাসান (ইইই‘১৫), ওয়াসিফ আহমেদ (এমটিই‘১৬), রাফি রহমান (এমই‘১৫), রফি উদ্দিন (এমই‘১৫) ও মাশরুর সাকিবস (সিএসই‘১৬) প্রমুখ উপস্থিত ছিলেন।

এমকে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team