খবর২৪ঘণ্টা, ডেস্ক: সন্ত্রাস-জঙ্গিবাদ দমনের মতো দুর্নীতি বন্ধেও স্বরাষ্ট্রমন্ত্রণালয়কে ভুমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকাল সাড়ে ১০ টায় স্বরাষ্ট্রমন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, ৭৫ এর পর থেকে দুর্নীতির যে ব্যাধি দেশজুড়ে ছড়িয়ে পড়েছে তা বন্ধে কাজ করছে বর্তমান সরকার। সন্ত্রাস-জঙ্গিবাদের মতো দুর্নীতি বন্ধেও স্বরাষ্ট্রমন্ত্রণালয়কে ভুমিকা পালন করতে হবে।
খবর ২৪ঘণ্টা/ জেএন