দুর্গাপুর প্রতিনিধি : রাজশাহীর দুর্গাপুরে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা, ডেন্টাল ইউনিট উদ্বোধন ও সি. এইচ.সি.পিদের ল্যাবপটপ বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে কমপ্লেক্স চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী-৫ (দুর্গাপুর-পুঠিয়া) আসনের সংসদ সদস্য প্রফেসর ডা. মনসুর রহমান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা
নির্বাহী অফিসার মহসীন মৃধা,উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মোতালেব মোল্লা,মহিলা ভাইস চেয়ারম্যান বানেছা বেগম,জয়নগর ইউপি চেয়ারম্যান সমসের আলী,ঝালুকা ইউপি চেয়ারম্যান মোজাহার আলী,দেলুয়াবাড়ী ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম প্রমুখ। এছাড়াও উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের সকল চিকিৎসক, সিএইচ.সি.পিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন, উপজেলা (ভারপ্রাপ্ত) মেডিকেল অফিসার ডা. মেহেদী হাসান।
এস/আর